ঢাকা: ২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইংলিশ মাধ্যম স্কুলগুলোর শিক্ষার্থীদের বেতনের ওপর ১০ শতাংশ ও স্কুলগুলোর ভাড়িভাড়ার ওপরে ৯ শতাংশ ভ্যাট আরোপ করায় প্রতিবাদ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যাসোসিয়েশন।
সোমবার (২৯ জুন) বিকেলে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইংলিশ মিডিয়ামের বেশির ভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণিভুক্ত। ভ্যাট আরোপের ফলে তাদের পড়াশুনার ব্যয় বেড়ে যাবে। আর্থিক সমস্যার কারণে ছাত্রছাত্রীদের অনেকেই ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশুনা বন্ধ করে দিতে বাধ্য হবে। এ পরিস্থিতিতে অবিলম্বে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিএম নিজমি উদ্দিন।
আরও বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি মোর্শেদুল ইসলাম, সারওয়াত জাহান, খাইরুল আনাম, রিফাত আরা সিদ্দিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এমইউএম/আরএম