ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইতিহাসের এই দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গ্যাটিসবার্গ যুদ্ধ শুরু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গ্যাটিসবার্গ যুদ্ধ শুরু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১ জুলাই ২০১৫, বুধবার। ১৭ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

. ১৮৪৭ সালের ১ জুলাই মার্কিন ডাক বিভাগের প্রথম ডাকটিকেট চালু হয়।

. ১৮৬৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু হয়।

. ১ জুলাই ১৯২১ কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।

. ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

. ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ পার্লমেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস।

. ১৯৬৬ সালের এই দিনে কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়। ‍

. ১ জুলাই ১৯৬৭  কানাডা প্রতিষ্ঠিত হয়।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০১০৫  ঘণ্টা, জুন ০১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।