ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
পবিপ্রবি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি: নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (০৮ জুলাই) সকাল ১০টায় একাডেমিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী ও রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত।



পরে বিশ্ববিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একাডেমিক ভবনের গেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত, প্রফেসর জেহাদ পারভেজ, প্রফেসর ফজলুল হক, সহকারী অধ্যাপক আফজাল হোসাইন, কর্মকর্তা মিজানুর রহমান (টমাস) প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।