রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে জেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবুল হায়াতের অপসারণ দাবিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
রাজশাহী শাহ মখদুম কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, অনিয়মের মাধ্যমে ১৮ শিক্ষক-কর্মচারী নিয়োগের পর এডহক (অস্থায়ী) ভিত্তিতে আরও তিন কর্মচারীকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে শিক্ষাবোর্ডে একের পর এক দুর্নীতি চলছে। এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বোর্ডের কর্মকর্তা-কর্মচারী থেকে শিক্ষকদের মধ্যেও।
অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, গত ৭ এপ্রিল থেকে চেয়ারম্যান আবুল হায়াতের অপসারণ দাবিতে আন্দোলন চলছে। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দুর্নীতিবাজ চেয়ারম্যানকে অপসারণ করবেন।
অন্যতায় ঈদের পর শিক্ষাবোর্ড ঘেরাওসহ কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এসএস/এমএ