বাকৃবি (ময়মনসিংহ): রমজান, জুমাতুলবিদা, শবে কদর ও ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে রোববার (২৫ জুলাই) খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। যথারীতি শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রমজান, জুমাতুলবিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ১৮ দিনের জন্য বন্ধ হয় বাকৃবি। বন্ধ শেষে ২৬ জুলাই রোববার থেকে আবারও খুলবে বিশ্ববিদ্যালয়। শুরু হবে ক্লাস-পরীক্ষা।
এদিকে শিক্ষার্থীদের মনে আশঙ্কা ছিল ভালভাবে খুলবে কিনা বিশ্ববিদ্যালয়। ৭ জুলাইয়ের সংঘর্ষ কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমনটাই আশঙ্কা ছিল তাদের। কিন্তু তেমন কোনো ঘটনাই এখনও চোখে পড়েনি।
শিক্ষার্থীদেরও বেশ উৎসাহ নিয়েই হলে ফিরতে দেখা গেছে। তাদের আশা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে চলবে ক্লাস ও পরীক্ষা।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘন্টা; জুলাই ২৫, ২০১৫
এসএইচ