ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় মেডিকেল শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
বগুড়ায় মেডিকেল শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন সংগৃহীত

বগুড়া: ‘ক্যারি অন সিস্টেম’ বাতিলের প্রতিবাদে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছেন।

স্থানীয় বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেন।



মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল থেকে মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা দেশব্যাপী চলা কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করেন।  

পরে সকাল ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে শুভাশীস সরকার, জাহিন, মাহির, অর্পণ, দ্বীপ, জয় ও অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা ‘ক্যারি অন সিস্টেম’ বাতিলের আদেশ প্রত্যাহারের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ দাবি মানা না পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মেডিকেল শিক্ষার্থীদের পেশাগত পরীক্ষায় অবতীর্ণ হবার পর পরবর্তী বর্ষের ক্লাসে অংশগ্রহণ করতে পারার প্রথাকে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় বলা হয় ‘ক্যারি অন সিস্টেম’। কিন্তু ২০১২ সালে প্রণীত নতুন কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষার্থী প্রথম পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হলে তিনি তার শিক্ষা ব্যবস্থা থেকে ৬ মাস পিছিয়ে পড়বেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্ট, আগস্ট ০৪, ২০১৫
এমবিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।