ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি প্রো-ভিসির বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে মানববন্ধন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
ইবি প্রো-ভিসির বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের বিরুদ্ধে স্থানীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার স্থানীয় একটি দৈনিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের মধ্যে বিরোধসহ  উপ-উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন দাবি করে সংশ্লিষ্ট পত্রিকা ও প্রতিনিধির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া, বুধবার সকাল সাড়ে ১০টায় একই স্থানে আবারো মানববন্ধনের ঘোষণা দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপ-রেজিস্ট্রার নওয়াব আলী, ক্রীড়া বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেল, পরিবহন শাখার সহকারী রেজিস্ট্রার হারুন অর রশিদ, মাদ্রাসা শাখার আলমগীর হোসেন, রবিউল ইসলাম, সহায়ক কর্মচারী ইউনিটের সভাপতি উকিল উদ্দিন, সাধারণ সম্পাদক অলিউর রহমান সেতু, কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান, গিয়াস উদ্দিন, চন্দন কুমার দাস, বকুল, আলমগীর হোসেন, আব্দুস সালাম, আবদুল হান্নান, আমিনুল ইসলাম ডাবলু, মিল্টন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।