রংপুর: শিশু রাজন ও রাকিব হত্যাকাণ্ডসহ সারাদেশে শিশু নির্যাতনের বিচার এবং নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবিতে মানবন্ধন করেছে বাংলাদেশ চাইল্ড রাইটস একাডেমি ও ইয়ুথ গ্রুপ টোয়ার্ডস চাইল্ড রাইটস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইউনিট।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, নাজিয়া জাবিন, আজমাল হোসেন, রিপুল কবির, আনোয়ার হোসাইন, কাজী রেজুয়ান হোসেন, ইসমিতা তাসনীম, মো. আসাদুজ্জামান মন্ডল প্রমুখ।
বক্তারা সম্প্রতি শিশু রাজন ও রাকিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে শিশুর সুস্থ্য শারীরিক ও মানসিক বিকাশের নিশ্চয়তা সরকারকে দিতে হবে।
শিশুদের প্রতি সব ধরনের নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান তারা।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
টিআই/