ঢাকা: বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় এবার উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) খারাপ ফল হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পাশাপাশি সৃজনশীল প্রশ্নও ফলাফলের ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল খারাপ হওয়ার তিন কারণ দেখছেন নাহিদ।
রোববার (০৯ আগস্ট) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তরের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার পাসের হার ও জিপিএ-৫’র সংখ্যা কমেছে। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানে পাসের হার ৬৯ দশমিক ৬০ শতাংশ।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর জানুয়ারি থেকে হরতাল-অবরোধ শুরু হয়। হরতাল-অবরোধের কারণে বিভিন্ন সময়ে পরীক্ষা নিলেও এসএসসিতে খারাপ ফল হয়েছে।
এ অবস্থায় এইচএসসি পরীক্ষা নেওয়াটাও বড় চ্যালেঞ্জ ছিল। বাস্তবে হরতাল-অবরোধ জনগণ প্রত্যাহার করলেও পেট্রোল বোমায় মানুষ মরেছে। পরীক্ষার আগে কলেজগুলো প্রস্তুতি নিতে পারেনি।
কলেজে ক্লাস না হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রস্তুতিতেও ব্যাঘাত সৃষ্টি হয় বলে জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীরা পরীক্ষার আগের সময় কাজে লাগাতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক ছিল না, সবার দাবিতে অস্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষা নিতে হয়েছে।
পাশাপাশি সৃজনশীল প্রশ্ন প্রভাব ফেলেছে জানিয়ে মন্ত্রী বলেন, আগের বছর এইচএসসির প্রশ্ন ফাঁসে আমাদের উচ্চতর দিকে যেতে হচ্ছে। অতি সামান্য হলেও পরীক্ষার্থীদের ওপর এর প্রভাব পড়বেই। তবে সৃজনশীল প্রশ্ন উন্নয়ন ঘটিয়েছে।
সার্বিকভাবে ফলাফল খারাপ হলেও সুসংবাদ দিয়ে নাহিদ বলেন, বিজ্ঞানে এবার ৭৭ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মোট শিক্ষার্থীর অর্ধেকেরও বেশি (২৬ হাজার ৫৫৬ জন) জিপিএ-৫ পেয়েছে।
কারিগরি শিক্ষা নিয়ে সমালোচনা থাকলেও শিক্ষকদের প্রশিক্ষণ এবং অন্যান্য পদক্ষেপের কারণে এবার সেখানে ৮৫ দশমিক ৫৮ শতাংশ পাস করেছে।
শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমআইএইচ/এমএন/জেডএস
** মা জিপিএ ৪.৯১, মেয়ে ৪.৭০
** কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে
** লক্ষ্মীপুরে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন
** রাঙামাটিতে পাসের হার ৪৩ দশমিক ৮২ শতাংশ
** যশোর বোর্ডে ১৩ কলেজের সবাই ফেল
** হিসেব কমেছে হিসাব বিজ্ঞানে
** ইংরেজিতে ডুবেছে যশোর বোর্ড
** যশোর বোর্ডে ইংরেজিতেই অর্ধেক ফেল!
** ফেনী গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস
** যশোর বোর্ডের সেরা খুলনা
** পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে
** র্যাকিং না থাকায় সন্তুষ্ট ভিকারুননিসা
** এইচএসসি- সমমানে গড় পাস ৬৯.৬ শতাংশ
** বরিশাল ক্যাডেট কলেজে জিপিএ ৫ শতভাগ
** সিলেটে সাফল্যের শীর্ষে সিলেট ক্যাডেট কলেজ
** কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ কমেছে
** বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ০৬ শতাংশ
** সুনামগঞ্জে পাসের হার ৭৫ দশমিক ২৭ শতাংশ
** রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭.৫৪ শতাংশ
** এইচএসসিতে সিলেটে পাসের হার ৭৪.৫৭
** কুমিল্লা বোর্ডে তিন বিভাগেই মেয়েরা এগিয়ে
** যশোর বোর্ডে পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ
** চট্টগ্রামে কমেছে পাশের হার ও জিপিএ-৫
** চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৬৩.৪৯ শতাংশ
** পরীক্ষার সময় বাংলাদেশে অসামঞ্জস্য অবস্থা ছিল
** কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৮ শতাংশ
** যেভাবে জানা যাবে এইচএসসির ফল