গোপালগঞ্জ: গোপালগঞ্জে এবারও হাজী লাল মিয়া সিটি কলেজ তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। এবার কলেজটিতে পাসের হার ৯৪ দশমিক ৪৪ শতাংশ।
এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। এদের মধ্যে মানবিক বিভাগ থেকে ১৩ জন, ব্যবসায় শিক্ষায় ৭ জন ও বিজ্ঞান বিভাগ থেকে ১ জন। এ বছর কলেজটি থেকে ৭০১ শিক্ষার্থী অংশ নেয়।
হাজী লাল মিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, কলেজটি বরাবর জেলার মধ্যে প্রথম হয়ে আসছে। সারাদেশে ফলাফল বিপর্যয় ঘটলেও তাদের শিক্ষার্থীরা ভাল করেছেন।
এদিকে, জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ১ হাজার ৫৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬০১ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৩৮ দশমিক ৪০ শতাংশ।
শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি কলেজ থেকে পাস করেছে ৩৪ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসআর