ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনীতে পাসের হার ৪২.৭৮ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ফেনীতে পাসের হার ৪২.৭৮ শতাংশ

ফেনী: এবারের এইচএসসি পরীক্ষায় ফেনীতে ৪২.৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এ পাসের হার ছিল ৫৮.৯২ শতাংশ।



জেলার ৩০টি কলেজে ৯ হাজার ২৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্য থেকে ৪ হাজার ৭৫১জন পরীক্ষায় উত্তীর্ণ হলেও অকৃতকার্য হয়েছে ৪ হাজার ৫৩১ শিক্ষার্থী।

ফলাফল বিবরণী থেকে জানা যায়, ফেনী সদর উপজেলার সাউথ ইস্ট কলেজে ৩৫০ জনের মধ্যে ৭৭জন, নাসির মেমোরিয়াল কলেজে ২৩৪ জনের মধ্যে ৯৯, জয়নাল হাজারী কলেজে ৫২৩ জনের মধ্যে ৩৭৭, ফেনী সরকারি কলেজে ১ হাজার ১৪৮ জনের মধ্যে ৮৬৪, সরকারি জিয়া মহিলা কলেজে ৮৫৪ জনের মধ্যে ৭৭২, গার্লস ক্যাডেট কলেজে ৫১ জনের মধ্যে সবাই, ফেনী সিটি কলেজে ৩৩৩ জনের মধ্যে ১২১, ফেনী ভিক্টোরিয়া কলেজে ১৫৭ জনের মধ্যে ৫৪, ফেনী মডেল কলেজে ২৮ জনের মধ্যে ৬ ও ফেনী বীকন মডেল কলেজে ২৫৯ জনের মধ্যে ৭০জন পাস করেছে।

ছাগলনাইয়া উপজেলার মৌলভী শামসুল করিম কলেজে ৩৯৬ জনের মধ্যে ৩৪৬, ছাগলনাইয়া সরকারি কলেজের ৭৩৫ জনের মধ্যে ৩৬৩, আবদুল হক ডিগি কলেজ ২৩৫ জনের মধ্যে ১৮৬, দক্ষিণ বল্লবপুর স্কুল অ্যান্ড কলেজে ১৬৩ জনের মধ্যে ৫৪, চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজে ১১০ জনের মধ্যে ২৮ জন পাস করেছে।

দাগনভূঞা উপজেলার উত্তর আলী পুর স্কুল অ্যান্ড কলেজে ৯৩ জনের মধ্যে ৩০, ইকবাল মেমোরিয়াল কলেজে ৭৭৯ জনের মধ্যে ৪৬৬, রাজাপুর স্কুল অ্যান্ড কলেজে ৩৩১ জনের মধ্যে ১৩৭ এবং দরবেশের হাট পাবলিক কলেজে ৩৫ জনের মধ্যে ২২জন পাস করেছে।

সোনাগাজী উপজেলার এনায়েত উল্লাহ মহিলা কলেজে ১১৭ জনে ৭৫, বক্তার মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে ২৬১ জনের মধ্যে ১৪৩জন, সোনাগাজী সরকারি করেজে ৪৯১ জনের মধ্যে ১০৬ জন পরীক্ষার্থী পাস করেছে।

ফুলগাজী উপজেলার মহিলা কলেজে ২৮১ জনের মধ্যে ১১০, ফুলগাজী সরকারি কলেজে ২৭৩ জনের মধ্যে ৮৬ জন পাস করেছে।

পরশুরাম উপজেলার হাজী মনির আহাম্মদ কলেজে ১৫৯ জনের মধ্যে ৯৬, আলী আজ্জম স্কুল অ্যান্ড কলেজে ১১৭ জনের মধ্যে ৩২, হাসানপুর শাহ আলম চৌধুরী ৯৯ জনের মধ্যে ২০, পরশুরাম সরকারি কলেজে ৩০৯ জনের মধ্যে ১২৪ এবং খন্ডল স্কুল অ্যান্ড কলেজে ৬৭ জনের মধ্যে ২৪ জন পাস করছে।

ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমাদের প্রত্যশা অনুযায়ী এবার ফলাফল অর্জিত হয়নি। তিনি সব শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার ওয়ালি উল্যাহ বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ