ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ড চেয়ারম্যানের অপসারণ দাবিতে সমাবেশে বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
রাজশাহী বোর্ড চেয়ারম্যানের অপসারণ দাবিতে সমাবেশে বাধা

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানের অপসারণের দাবিতে  শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মহাসমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

সোমবারের (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে মহীনগরের লক্ষ্মীপুরে নগারিক সমাজের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় শেষ পর্যন্ত তা করতে পারেনি আয়োজকরা।



পরে বেলা পৌনে ১১টার দিকে শিক্ষক-অভিভাবকরা লক্ষ্মীপুর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহানগরীর সিএন্ডবি মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- ভাষাসৈনিক আবুল হোসেন, জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের রাজশাহী জেলা শাখার  সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাতীয় মহিলা পরিষদের সভানেত্রী কল্পনা রায়, বাবু রাজ কুমারসহ আরও অনেকে।

পরে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াতের অপসারণের দাবিতে শিক্ষক-অভিভাবকদের পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাজশাহী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩ সেপ্টেম্বর শিক্ষা বোর্ড ঘেরাও ও আমরণ অনসণ কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতের অপসারণর দাবিতে আজ সকাল সাড়ে ১০টায় মহানগরীর লক্ষীপুরে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।

মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিক্ষা বোর্ডের সমস্যা নিয়ে শিক্ষা বোর্ডেই সমাধান হওয়া দরকার। রাস্তায় মহাসবেশ করলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্ককায় কাউকে সমাবেশে করতে দেওয়া হয়নও বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ