ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় শোক দিবসে রাবি প্রশাসনের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
জাতীয় শোক দিবসে রাবি প্রশাসনের কর্মসূচি

রাজশাহী: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন কর্মসূচির এ তথ্য জানান।



এর মধ্যে রয়েছে, ওই দিন সূর্যদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৭টায় কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ১০টায় সিনেট ভবনে আলোচনা সভা। এতে প্রধান বক্তা থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শোক দিবসের কর্মসূচিতে সবার অংশগ্রহণ কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ