ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গ্রেনেড হামলার প্রতিবাদে ইবিতে র‌্যালি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
গ্রেনেড হামলার প্রতিবাদে ইবিতে র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে  প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. টি এম লোকমান হাকিম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আর কে এম সালেহ, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।

পরে, প্রশাসন ভবনের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। এ সময় তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এর আগে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের র‌্যালিতে যোগ দেয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ছাত্রলীগ নেতা শিশির ইসলাম বাবু, জুয়েল রানা হালিম, আনিছুর রহমান আনিচ, মাসুদ রানা, নোমান, পলাশ, অনিক, মামুন, মাহিদুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ