ঢাকা: গ্রামীণফোন তার অনলাইন টিচিং একসিলেন্স সেন্টারের মাধ্যমে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ের উপর দু’টি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছে।
ইউটিউবে গ্রামীণফোনের ভিডিও চ্যানেলে টিউটোরিয়াল দু’টি বিনামূল্যে দেখা যাবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, টিউটোরিয়ালগুলো শিক্ষার্থীদের আসন্ন টেস্ট ও এএসএসি পরীক্ষায় সহায়তার জন্য তৈরি করা হয়েছে।
এর আগে, এ বছরের মার্চ মাসে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গ্রামীণফোন চারটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করে।
গ্রামীণফোনের ‘ইন্টারনেট ফর অল’ লক্ষ্য অর্জনের পথে এটি একটি করপোরেট রেসপনসিবিলিটি উদ্যোগ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তারা আরও জানায়, গ্রামীণফোন বাংলাদেশের মানুষের কাছে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দিতে কাজ করছে। ইন্টারনেটে মানসম্পন্ন শিক্ষা উপকরণের প্রাপ্তি নিশ্চিত করা এর একটি অংশ।
টিউটোরিয়াল লিংক:
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমআইএইচ/এসএস