ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উইলস লিটল ফ্লাওয়ার’র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
উইলস লিটল ফ্লাওয়ার’র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ১০ তলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং স্কুলটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাশেদ খান মেনন।

বুধবার (২৬ আগস্ট) সকাল সোয়া ৯টায় কাকরাইলে অবস্থিত প্রতিষ্ঠানটির মাঠের এক পাশে এ নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।



এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি জাহিরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন প্রমুখ।

প্রতিষ্ঠানটির নিজ তহবিল ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ ভবন নির্মাণে অর্থায়ন করবে।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের একটি দল মন্ত্রীকে ঘিরে ধরে বলেন, তাদের সন্তানদের স্কুলে দিয়ে বাইরে অপেক্ষা করতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। এ সময় তারা অভিভাবকদের জন্য প্রতিষ্ঠানটিতে একটি ছাউনি দাবি করেন। মন্ত্রী তাদের এ দাবি পূরণের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
ইএস/আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ