ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ দেশ বিভাগের ওপর এক বক্তৃতা দিতে কলকাতায় যাচ্ছেন।
নেতাজী সুভাষ চন্দ্র বসুর জ্যেষ্ঠ ভ্রাতা শরৎচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শরৎ বসু একাডেমির আমন্ত্রণে ‘১৯৪৭ সালের দেশ বিভাগ কি অনিবার্য ছিল?’ বিষয়ে একক বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ড. হারুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়জুল করিম জানান, শুক্রবার (০৪ সেপ্টেম্বর) এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উপাচার্য সস্ত্রীক ঢাকা ত্যাগ করবেন। ৮ অক্টোবর দেশে ফিরে আসবেন তিনি।
তার অনুপস্থিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নোমান উর রশীদ উপাচার্যের রুটিন দায়িত্বে থাকবেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এমআইএইচ/এবি