শাবি (সিলেট): উপাচার্য বিরোধী আন্দোলনের নামে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন ও সমাবেশ হয়।
মহান মুক্তিযুদ্ধ ও মুক্ত চিন্তায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ এবং মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে দুপুর সোয়া ১টায় এ প্রতিবেদন লেখার সময় ক্যাম্পাসের চলমান বিষয় নিয়ে মহান মুক্তিযুদ্ধ ও মুক্ত চিন্তায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের সংবাদ সম্মেলন চলছিল।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
আরএ