ঢাকা বিশ্ববিদ্যালয়: অষ্টম বেতন কাঠামো পুনর্বিবেচনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে একযোগে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণদিবস কর্ম বিরতি শুরু করেছেন।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায় এ কর্ম বিরতি শুরু হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে ক্লাস বা পরীক্ষা নিতে দেখা যায়নি।
বেলা পৌনে ১২টার দিকে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শিক্ষকরা তাদের দাবির পক্ষে একটি র্যালি বের করেন। র্যালিটি জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা যে দাবি নিয়ে আন্দোলন করছি। সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আমরা দাবি আদায় করেই ঘরে ফিরবো।
এ সময় তিনি দ্রুত প্রধানমন্ত্রীকে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
একই সঙ্গে পে-স্কেল বাস্তবায়ন কমিটিতে একজন শিক্ষক প্রতিনিধি রাখার দাবিও তুলেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, ঢাবি শিক্ষক অধ্যাপক নাজমা শাহীন, অধ্যাপক আক্তার হোসেন খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫ (আপডেট: ১১৩০, ১২৫১, ১৩১৭ ঘণ্টা)
এসএ/এজেডকে/টিআই