ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
পবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি

পবিপ্রবি: অষ্টম পে-স্কেলে পরিবর্তন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পবিপ্রবি শিক্ষক সমিতি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ কর্মবিরতি পালন করে।



কর্মসূচি উপলক্ষে সকালে শিক্ষকরা একাডেমিক ভবনের সামনে থেকে র‍্যালি বের করেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে একই স্থানে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. জেহাদ পারভেজ, প্রফেসর আ ক ম মোস্তফা জামান ও বিভিন্ন অনুষদের শিক্ষকরা।

এদিকে, শিক্ষকদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ