নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ২০১৫ সালের এসএসসি, দাখিল, জেএসসি, জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৯০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে চৌমুহনী পৌর অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডা. এবিএম জাফর উল্যা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সংবর্ধনা উদযাপন কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম দুলাল, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবদুল জলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মো. আবদুল্যা ফারুক, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মো. শফি উদ্দিন, গনিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ভিপি বেলাল, কাদিরপুর উচ্চ বিদ্যালয়েল সভাপতি আহমেদ জগলু মিয়া, সোনাপুর নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. সাহাব উদ্দিন, শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস, নুসরাত জাহান আতিকা, তাজুল ইসলাম প্রমুখ।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার এসএসসির ১৮৬ জন, দাখিলের ১১৪ জন, জেএসসির ৫০৩ জন ও জেডিসির ১৮৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সদন দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআর