ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে সড়কে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় টানা দু’দিনের দ্বিতীয় দিনের অবরোধ কার্যক্রম শুরু হয়।
বেলা সোয়া ১০টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকার ওভার ব্রিজের নিচে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তরা এলাকার প্রায় ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবরোধে অংশ নেন। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
বেলা সাড়ে ১০টায় রামপুরা এলাকায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দাবির পক্ষে রাস্তা অবরোধ করেন। একই সময় ধানমন্ডি-২৭ এলাকায় সড়ক অবরোধ করেন ড্যাফোডিল, ওয়ার্ল্ড, স্টেট, স্টামফোর্ড, ইউল্যাব ও ইউআইইউ ইউনিভার্সিটির শিক্ষর্থীরা।
এ সময় দায়িত্বরত রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জসীম উদ্দিন বাংলানিউজকে বলেন, জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানিয়েছে।
বেলা পৌনে ১১টার দিকে কাকলী-বনানী এলাকায় এআইইউবি, প্রেসিডেন্সি, রয়েল, অতীশ দীপঙ্কর, প্রাইম এশিয়া, সাউথ ইস্ট ও নর্দান বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন।
পরে বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর তিতুমীর কলেজের তিনটি কলেজ বাস যোগে অর্ধশতাধিক তরুণ অবরোধ স্থলে এসে আন্দোলনরত শিক্ষর্থীর ওপর হামলা করেন। এতে বেশ কিছু শিক্ষার্থী আহত হন।
আহতরা হলেন-রয়েল ইউনিভার্সিটির জোবায়ের, অতীশ দীপঙ্করের খোকনসহ আরও কয়েক জন।
আহতদের মধ্যে সাউথ ইস্ট ইউনিভার্সিটির শোহান নামে এক শিক্ষার্থীর মাথা ফেটে রক্ত পড়তে দেখা যায়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
রাজধানীর বিভিন্ন সড়কে এসব অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এরই মধ্যে বেলা সোয়া ১২টার দিকে মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের খবর গণমাধ্যমে প্রকাশ হলেও আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা।
এ বিষয়ে সেস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাঈদ আলসাহাব বাংলানিউজকে বলেন, ভ্যাট প্রত্যাহারের বিষয়টি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে ১টায় আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা অবরোধ ও অবস্থান কর্মসূচি চলছিলো।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবার (০৯ সেপ্টেম্বর) সড়ক অবরোধ করেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
পরের দিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একই দাবিতে রাজধানীর প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজপথে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
ওই দিন কার্যত গোটা রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হলে ভয়াবহ এক দুর্ভোগে পড়েন পথচারীরা। পরে ১১ ও ১২ সেপ্টেম্বর দু’দিন বিরতি দিয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) ফের রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে দাবির পক্ষে আন্দোলন অব্যাহত রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫ (আপডেট: ১১৪৩, ১২১০, ১২৪৫ ঘণ্টা)
এসজেএ/এজেডকে/এনএইচএফ/আরইউ/টিআই
** উত্তরায় শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
** রামপুরায় শিক্ষার্থীদের রাস্তা অবরোধ