ঢাকা: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) কম্পিউটারের সাহায্যে ভাষা শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিসকিন বলেন, কম্পিউটারে ভাষা শিক্ষার অনেক পদ্ধতি আছে। কিন্তু যথাযথ পদ্ধতির ব্যবহার না জানার কারণে তা কাজে লাগানো সম্ভব হয় না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য তাছনীম সিরাজ মাহবুব, রেজিস্ট্রার সারওয়ার রাজ্জাক চৌধুরী, ইংলিশ বিভাগের প্রধান শওকত হোসাইনসহ অন্যান্য শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আইএ