ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে প্রতি আসনের জন্য লড়বেন ৬৭ জন

ইফাত রাজ, জবি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
জবিতে প্রতি আসনের জন্য লড়বেন ৬৭ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৭ জন। এবার ২ হাজার ৭শ ৬০ আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৭৯ জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।



শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬টি অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয়েছে।

এবার ‘এ’ ইউনিটে ৭শ ৬০টি আসনের বিপরীতে ৫৭ হাজার ৭শ ৩ জন, ‘বি’ ইউনিটে ৭শ ২০টি আসনের বিপরীতে ৪০ হাজার ৬শ ৩৪ জন, ‘সি’ ইউনিটের ৬শ ২০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬শ ৮৮ জন, ‘ডি’ ইউনিটে ৫শ ৬০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯শ ৩০ জন এবং ‘ই’ ইউনিটে মোট ১০০টি আসনের বিপরীতে ২ হাজার ১২৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।