শেরপুর: বেতন বৈষম্যের প্রতিবাদে দুই দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন শেরপুর সরকারি কলেজের শিক্ষকরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষকদের কর্মবিরতি শুরু হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষ এবং মাস্টার্সের বিভিন্ন বর্ষের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বাতিল করে সরকারি কলেজ শিক্ষকদের সঙ্গে অন্য ক্যাডারদের বৈষম্য সৃষ্টির প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকা কর্মসূচির সঙ্গে শেরপুর সরকারি কলেজের শিক্ষকরা সংহতি প্রকাশ করেন।
এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ড. রিয়াজুল হাসান বাংলানিউজকে বলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দু’দিনের কর্মবিরতি আহ্বান করেছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সরকারি কলেজেও শনিবার এবং রোববার কর্মবিরতি পালিত হবে।
তিনি বলেন, সিলেকশন গ্রেড বাতিল করার মধ্য দিয়ে সরকারি কলেজ শিক্ষকদের সঙ্গে অন্য ক্যাডারের যে বৈষম্য সৃষ্টি হয়েছে, তা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এটি