ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটিতে মেধাবীদের সার্টিফিকেট বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটিতে মেধাবীদের সার্টিফিকেট বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএআইইউএসটি) চলতি স্প্রিং সেমিস্টারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) মেধাবীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ্, এনডিইউ, পিএসসি।



শুক্রবার (৩০ অক্টোবর) বিএআইইউএসটি’র অ্যাডমিশন ও জনসংযোগ অফিসার মো. আকরাম হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগে. জেনারেল ইলিয়াস ইফতেখার রসুল, এনডিসি, পিএসসি (অব.), উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক ও কর্মকর্তা।

এছাড়াও প্রধান অতিথি উন্নত প্রযুক্তিসম্পন্ন সফট্ওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাবও উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।