ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মভাবিপ্রবিতে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
মভাবিপ্রবিতে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

টাঙ্গাইল: মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মভাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।  
 
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম বাংলানিউজকে বলেন, আবেদনের শেষ তারিখ ছিল ৩১ অক্টোবর। এ সময় ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ওই দিন রাত ১২টা পর্যন্ত টেলিটকে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে।
 
বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বিফার্ম ও বিএসসি অনার্স -এ চার ইউনিটের অন্তর্ভুক্ত ১৫টি বিভাগে ৭৮৫টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ নভেম্বর।  
 
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.mbstu.ac.bd তে পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।