খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সমাবর্তন অনুষ্ঠান সফলভাবে আয়োজনে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানকে সভাপতি করে ইতোমধ্যে স্টিয়ারিং কমিটি ও অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে একাধিক উপ-কমিটিও। সব কমিটি নিজেদের দায়িত্ব সম্পন্ন করার জন্য তৎপর রয়েছে।
আয়োজকরা জানান, আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ফলক উন্মোচন করবেন। এরপর যোগ দেবেন সমাবর্তন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ এমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে অভিজ্ঞানপত্র গ্রহণে প্রায় আড়াই হাজার গ্রাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। এছাড়াও থাকবেন প্রায় এক হাজার আমন্ত্রিত ।
এদিকে, সমাবর্তন আয়োজনকেন্দ্রিক তৎপরতার মধ্যে বৃহম্পতিবার (৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্যরা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের ২৫ বছর পূর্তির (রজতজয়ন্তী) উৎসব উদযাপন নিয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সঙ্গে মতবিনিময় করেন।
উপাচার্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছে আশাবাদ ব্যক্ত করেন, সমাবর্তন অনুষ্ঠানেই রজতজয়ন্তী উৎসব হবে। আর এর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়, ২৫ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ও রজতজয়ন্তী উৎসব উদযাপিত হবে।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মনিরুল হাসান, সদস্য-সচিব ফজলে রেজা সুমন, কোষাধ্যক্ষ সৈয়দ শাহরিয়ার আমিন (তুলশী), সদস্য মো. শরিফুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, মো. মঈনুল হোসেন প্রমুখ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, প্রফেসর ড. কাজী শাহনেওয়াজ রিপন, প্রফেসর ড. শেখ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মো. মোস্তফা সরোয়ার, প্রফেসর ড. আহসানুল কবীর এসময় উপস্থিত ছিলেন।
১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে চারটি সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রথম সমাবর্তন ১৯৯৭ সালের ১০ এপ্রিল, দ্বিতীয় সমাবর্তন ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি, তৃতীয় সমাবর্তন ২০০৭ সালের ১৯ মার্চ এবং ৪র্থ সমাবর্তন ২০১০ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
বাংলাদশে সময়: ১৯৩১ ঘণ্টা, নভম্বের ০৫, ২০১৫
এমআরএম/এইচএ