ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে আন্তর্জাতিক সেমিনার সমাপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
রুয়েটে আন্তর্জাতিক সেমিনার সমাপ্ত

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (আইসিইইই) বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমিনারের আয়োজক কমিটির চেয়ারপারসন প্রফেসর ড. এস. এম. আবদুর রাজ্জাক।



প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক এবং ইইই কাউন্সিল বাংলাদেশ সেকশনের প্রতিনিধি প্রফেসর ড. এম শহীদুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন মালেয়েশিয়ার শিক্ষাবিদ প্রফেসর ড. নওশাদ আমিন এবং রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল ইসলাম শেখ। এছাড়া সেমিনারের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলয়র প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।