ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি’র ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়লো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
বেরোবি’র ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়লো

ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেরোবি’র ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ধিত সময় অনুযায়ী ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোবাইল ফোনে ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের সময় বাড়লেও ভর্তি পরীক্ষা আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ৬, ৭, ৮ এবং ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
টিআই




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।