শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে নাসির হোসেন নামে এক শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল কমিটি।
শনিবার (১৪ নভেম্বর) ভর্তি পরীক্ষায় অন্যজনের প্রক্সি দিতে এসে তকে আটক করা হয়।
প্রক্টরিয়াল কমিটি সূত্রে জানা গেছে, নাসির বুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থী ও একটি প্রতারক চক্রের সদস্য। তরিকুজ্জামান রনি নামে এক ভর্তিচ্ছুর হয়ে পরীক্ষা দিতে এসে নাসির আটক হয়। রনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থী।
সূত্র আরও জানায়, নাসিরের সঙ্গে জড়িত ওই চক্রের আরও দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী সজীব ও বুয়েটের শিক্ষার্থী অনির্বাণ।
নাসিরকে ভ্রাম্যমাণ আদালতের একজন ম্যাজিস্ট্রেট, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্রক্টরিয়াল কমিটি ও জালালাবাদ থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই চক্র সম্পর্কে বিস্তারিত জানতে নাসিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
ওএইচ/এসএস