ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
জবি ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এবার ‘ই’ ইউনিটে ১শ’টি আসনের (ড্রামা অ্যান্ড মিউজিক-৬০ ও ফাইন আর্টস- ৪০) বিপরীতে ২ হাজার ১শ ২৪ জন অর্থাৎ, প্রতি আসনের বিপরীতে প্রায় ২১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেন।

‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www.jnu.ac.bd ev www.result.jnu.ac.bd)- এ পাওয়া যাচ্ছে।

‘ই’ ইউনিটের পারফরম্যান্স টেস্ট সংক্রান্ত কার্যক্রম পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।