ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারছে সজল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারছে সজল

খুলনা: খুলনা জেলা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ নিতে পারছে শিশু সজল।

মাতৃহারা সজল মহানগরীর জলিল মার্কেটের সু-গার্ডেন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি নগরীর ইউসেপ জোহরা সামাদ স্কুলে পড়াশুনা চালায়।

দোকান মালিক তাকে ছুটি না দেওয়ার কারণে ২২ নভেম্বর অনুষ্ঠেয় সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে।

পরে বিষয়টি আইনি সহায়তাদানকারী সংগঠন ফেয়ার’র মাধ্যমে জেলা প্রশাসনের নজরে আনা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেজরত ডেপুটি কালেক্টর (এনডিসি) আল মামুনের হস্তক্ষেপে শিশু সজলের পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

ইউসেপ জোহরা সামাদ বিদ্যালয়ের শিক্ষক মো. খাইরুল ইসলাম ও ফাতেমা আক্তার বাংলানিউজকে জানান, কয়েক দফায় দোকান মালিক কাজী হাবিবুর রহমানের সঙ্গে কথা বলেও পরীক্ষার সময় সজলকে কোনোভাবে ছুটি দিতে রাজি হচ্ছিলেন না।

পরে তারা ফেয়ার’র সলিসিটর অ্যাডভোকেট পপী ব্যনার্জীকে বিষয়টি অবগত করেন। এ সময় স্থানীয় দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটনের সহায়তায় জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়।

সেই আবেদনের পরিপ্রিক্ষিতে এনডিসি আল মামুন দোকানে গিয়ে হাবিবুর রহমানের সঙ্গে কথা বলে সজলের পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া, পরীক্ষার খরচ বাবদ সজলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই হাজার টাকা দেওয়া হয়।

পরীক্ষা শেষে সজলকে শিশু সদনে থাকা ও পড়াশুনার ব্যবস্থা করা হবে বলেও জানান এনডিসি আল মামুন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।