ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতালে চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
হরতালে চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ঢাকা: জামায়াতের ডাকা হরতালেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে সোমবার (২৩ নভেম্বর)।
 
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।


 
হরতালের আগের দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেশনজট নিরসনে ঘোষিত ক্রাশপ্রোগ্রাম অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
 
এসব পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।
 
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।