ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে কল সেন্টার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে কল সেন্টার

ঢাকা: ধানমন্ডির নগর কার্যালয়ে এক অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কল সেন্টার কার্যক্রম উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

শনিবার (২৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



অনুষ্ঠানে ড. হারুন-অর-রশিদ বলেন, সারা দেশব্যাপী অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর ২০ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক তথ্য জানার জন্য নানা বিড়ম্বনার শিকার হন।

এ কল সেন্টার কার্যক্রম চালুর ফলে এর অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরিচালক (আইসিটি) মো. মুমিনুল ইসলাম, প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল, ফয়জুল করিমসহ বিশ্ববিদ্যালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।