ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ১৫ পরীক্ষার্থী

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
পবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ১৫ পরীক্ষার্থী

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১ সেমিস্টার-১) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৫ জন।

রোববার (২৯ নভেম্বর) পবিপ্রবির টেকনিকেল কমিটির সদস্য মো. ফিরোজ আলম বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি জানান, এবার মোট ৬৪৭টি আসনের বিপরীতে ৯ হাজার ৮০৭ জন আবেদন করেছেন। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৪৯৮টি আসনের বিপরীতে গড়ে ৮ জন করে মোট ৪ হাজার ২৮৭ জন, ‘বি’  ইউনিটে ৮৩ আসনের বিপরীতে গড়ে ২৫ জন করে মোট ২ হাজার ১১৭ জন এবং ‘সি’ ইউনিটে ৬৬টি আসনের বিপরীতে গড়ে ৫১ জন করে মোট ৩ হাজার ৪০৩ জন আবেদন করেছেন।
 
ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.pstu.ac.bd) পাওয়া যাবে।

আগামী ১৩ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।