ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষার জালিয়াতির দায়ে শিক্ষার্থী আটক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
রাবির ভর্তি পরীক্ষার জালিয়াতির দায়ে শিক্ষার্থী আটক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে এখলাসুর রহমান নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগে ভর্তির জন্য সাক্ষাৎকার গ্রহণের সময় ওই শিক্ষার্থীর জালিয়াতি ধরা পড়ে।

পরে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক এখলাসুর রহমান নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার গোলাম মোস্তফার ছেলে।

ভর্তি পরীক্ষার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের মেধা তালিকায় ৪২তম ছিলেন এখালাসুর রহমান।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম বলেন, সাক্ষাৎকার গ্রহণের সময় ওএমআর শিটে থাকা হাতের লেখার সঙ্গে এখলাসের হাতের লেখা মিল না থাকায় তাকে প্রক্টর কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বাংলানিউজকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে এখলাস স্বীকার করেছে যে, তার পরিবর্তে অন্য একজন ভর্তি পরীক্ষা দিয়েছিল। জালিয়াতির দায়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।