ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

শিক্ষা

পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন ঢাবির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন ঢাবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে সিন্ডিকেটের সভা শেষে সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপাচার্য।



আরেফিন সিদ্দিক বলেন, সিন্ডিকেটে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, আজ থেকে (১৪ ডিসেম্বর) থেকে পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সম্পর্ক ছিন্ন করা হলো। পাকিস্তান যদি একাত্তরে বাংলাদেশে গণহত্যার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা ও তাদের ১৯৫ সেনা সদস্যের বিচার করে তবেই পুনরায় সম্পর্কের বিষয়টি চিন্তা করা হবে।

পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব চুক্তি বা সমঝোতা স্মারক ছিলো তা আজ থেকে স্থগিত বলেও জানান তিনি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ও যাতে পাকিস্তানের ব্যাপারে একই সিদ্ধান্ত নেয় সে ব্যাপারে প্রতিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে সংবাদ সম্মেলনে জান‍ান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই যে রাষ্ট্র গণহত্যা শুরু এবং শেষ করে সে দেশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক থাকা নিজেদের সঙ্গে প্রতারণার শামিল।

তাছাড়া সমস্ত প্রমাণ থাকার পরেও তারা গণহত্যার দায় অস্বীকার করে প্রকারন্তরে দ্বিতীয়বার গণহত্যার অপরাধ করছে।

পাকিস্তানের যেসব শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন তাদের ব্যাপারে উপাচার্য বলেন, তারা তাদের পড়াশোনা নিয়মমতো চালিয়ে যেতে পারবেন। কেননা এ সিদ্ধান্তের আগেই তারা ভর্তি হয়েছেন। তবে নতুন করে পাকিস্তানের কোনো শিক্ষার্থীকে ভর্তি করা হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগের ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, রাষ্ট্রের সঙ্গে ভাষার কোনো বিরোধ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকেই উর্দু বিভাগ রয়েছে। তাই এ বিভাগের শিক্ষা কার্যক্রম ও গবেষণা আগের মতোই চলবে।

এসময় তিনি পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ও কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে জাতিসংঘ এবং সার্ক থেকেও পাকিস্তানকে বহিষ্কারের আহ্বান জানান উপাচার্য।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইনসহ সিন্ডিকেটের সদস্যরা।

গত ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজয় মিছিল শেষে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঘোষণা দেন, পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো সম্পর্ক থাকবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র বা শিক্ষক প্রতিনিধি আগামী সময়ে পাকিস্তানে যাবেন না।

সম্প্রতি মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তান।
 
২১ নভেম্বর রাতে এ দুই শীর্ষ মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি কার্যকর করার পরদিন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও পরিতাপের সঙ্গে লক্ষ্য করেছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে যা দুর্ভাগ্যজনক। এ ঘটনায় পাকিস্তান খুবই বিরক্তি বোধ করে।
 
বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করায় ২৩ নভেম্বর পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে এর কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।
 
এর পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে গণহত্যার দায় সম্পূর্ণ অস্বীকার করে দেশটি।
 
এরপর থেকেই মূলত পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি উঠে দেশের নানা মহল থেকে।
 
সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১, গণজাগরণ মঞ্চসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করার জোর দাবি জানানো হয়।
 
** পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করতে যাচ্ছে ঢাবি

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫/আপডেট: ১৭৫৬
এসএ/এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।