বাকৃবি (ময়মনসিংহ): অষ্টম জাতীয় বেতন স্কেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি বেতন ‘বৈষম্য ও মর্যাদা অবনমনে’র প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মবিরতি ও সমাবেশ করেন তারা।
বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারসহ সমিতির অন্যান্য সদস্যরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করার পর আশ্বাস দিয়েও বাস্তবায়ন করা হয়নি। সরকারের পক্ষ থেকে সারা না পেয়ে আমরা বাধ্য হয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্দেশে পরে কঠোর আন্দোলন করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআই