ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

শিক্ষা

বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে বই উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে বই উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: নতুন বছরের নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন-এ স্লোগান নিয়ে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।



শুক্রবার (০১ জানুয়ারি) জেলার ৩৬৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০১টি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪৪ লাখ বই ও প্রাথমিক স্তরের প্রায় ছয় লাখ শিক্ষার্থীদের মধ্যে ২২ লাখ ৯০ হাজার বই বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে এস বি রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্বুগং, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালেক, প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, সমকাল প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদত হোসেন, সাবেক সভাপতি আকবর আলী ও প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা সভার মাঝে মাঝে চলে বিদ্যালয়ের শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
এর আগে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। এ সময় জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজাহার আলী ভূঁইয়া ও প্রধান শিক্ষক আশরাফ আলী বক্তব্য রাখেন।

এছাড়াও জেলার নয়টি উপজেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত থেকে শিশু-কিশোরদের মধ্যে বই বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।