ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

শিক্ষা

প্রাক-প্রাথমিক

শিক্ষক পদে উত্তীর্ণ ১৩ হাজার ৯৭৪ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
শিক্ষক পদে উত্তীর্ণ ১৩ হাজার ৯৭৪ জন

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
 
৬১ জেলায় চূড়ান্ত ফলাফলে ১৩ হাজার ৯৭৪ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।


 
রোববার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় ফলাফল প্রকাশের পর তিনি বাংলানিউজকে জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে(www.dpe.gov.bd) ফল পাওয়া যাবে।  
 
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে বলেও জানান রবীন্দ্রনাথ।
 
এসব প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।
 
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ করে পর্যায়ক্রমে  পরীক্ষা গ্রহণ করা হয়।
 
গত জুন থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে বিভিন্ন জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।   লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা শেষে এ ফলাফল প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা অধিদফতর।
 
প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় ২০১৪ সালের ১০ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন:
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।