ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা ২০ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানান।



তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১১-১২ শিক্ষাবর্ষের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ২০ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, তারিখ পেছানোর দাবিতে বুধবার সকাল ১১টার দিকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ২০১১-১২ শিক্ষাবর্ষের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

পরীক্ষা পেছানর খবর নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘন্টা, জানুয়ারী ০৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।