ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

শিক্ষা

বশেমুরবিপ্রবি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
বশেমুরবিপ্রবি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মো. নজরুল ইসলাম (হিরা) ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার ফারজানা ইসলাম।

অ্যাসোসিয়েশনের নির্বাচিত অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি-১ ডেপুটি লাইব্রেরিয়ান মো. নাছিরুল ইসলাম, সহ-সভাপতি-২ সহকারী রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ সহকারী প্রোগ্রামার বিএম আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক-২ হিসাব কর্মকর্তা ওয়ালিদ মিয়া, কোষাধ্যক্ষ সহকারী বাজেট অফিসার ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম, দপ্তর সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা আসলাম হোসেন, ক্রীড়া সম্পাদক ব্রাদার রাজীব কুমার বাছাড়।



নির্বাহী সদস্যরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার এস এম এস্কেন্দার আলী, ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব মো. তহিদুল ইসলাম, সহকারী পরিচালক তুহিন মাহমুদ, উপ সহকারী প্রকৌশলী মো. ওবায়দুর রহমান, নার্স যুথি আক্তার।
 
গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়। গোপন ব্যালটের মাধ্যমে কর্মকর্তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার এস এম এস্কেন্দার আলী।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।