ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি’তে পথ‌শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
জাবি’তে পথ‌শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রোটার‌্যাক্ট ক্লাব অব বনানী মডেল টাউনের উদ্যোগে পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে জাবি’র সপ্তম ছায়ামঞ্চের পাদদেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



প্রতিযোগিতায় ১ম ক্যাটাগরিতে ১ম থেকে ৩য় শ্রেণী, ২য় ক্যাটাগরিতে ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণী, ৩য় ক্যাটাগরিতে ৭ম থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রাকৃতিক সৌন্দর্য ও জাতীয় বিভিন্ন বিষয়বস্তুর (জাতীয় পতাকা, জাতীয় ফুল, ফল, পাখি, বাঘ, মাছ) ওপর ছবি আঁকেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের সভাপতি মোহাম্মদ ছায়েদুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত, সাংবাদিক দিদারুল হক, রোটার‌্যাক্ট ক্লাব অব বনানী মডেল টাউনের চাটার্ড সভাপতি ইমদাদ হক, কোষাধ্যক্ষ মো. সাইফ উদ্দিন আবির প্রমুখ।

এসব পথশিশু জাবি’র ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘তরী’ পরিচালিত স্কুলের শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।