ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিতে হয়ে গেল চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আইইউবিতে হয়ে গেল চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা

ঢাকা: “উন্নয়ন ক্ষেত্রে তরুণ চলচ্চিত্র নির্মাতা” শিরোনামে নেদারল্যান্ডস উন্নয়ন সংস্থা (এসএনভি) ও ‘এনলিভেন’ এর সহযোগিতায় চলচ্চিত্র নির্মাণ বিষয়ক একটি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শনিবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয় রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর মিলনায়তনে।

প্রায় ৫ মাস ধরে চলা দীর্ঘ এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছোট পরিসরে শুরু হলেও ব্যাপক সাড়া পাওয়ার প্রেক্ষিতে আয়োজক কমিটি এসএনভির কাজের সাথে সম্পর্কিত সকল ক্ষেত্রে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আগ্রহীদের আইডিয়া পিচ করার সুযোগ করে দেয়।



২০১৫ এর অক্টোবরে ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ১১৭টি দল থেকে বাছাইকৃত ২৪টি দলকে নিয়ে তিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়, যেখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা, গার্মেন্টস কর্মীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং ইঙ্কলুসিভ বিজনেস মডেল সম্পর্কে বিস্তারিত জানানো হয় এবং তাদের নিজ নিজ চলচ্চিত্রের ধারণাপত্র জমা দিতে বলা হয়। এখান থেকে সেরা ৯টি দলকে বাছাই করা হয় চলচ্চিত্র নির্মাণের জন্যে এবং তাদেরই নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয় আইইউবি মিলনায়তনে।  

এসএনভি বাংলাদেশে যে সকল ক্ষেত্রে কাজ করে থাকে, তার মধ্যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা, গার্মেন্টস কর্মীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং ইঙ্কলুসিভ বিজনেস মডেল অন্যতম। বাছাইকৃত ৯টি দলকে গণসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে এমন চলচ্চিত্র নির্মাণ করতে বলা হয়।  

এসএনভি বাংলাদেশের কম্যুনিকেশন উপদেষ্টা যারিন যেবা খান বলেন চলচ্চিত্র এবং উন্নয়ন ক্ষেত্র দুটি আলাদা বিষয় হলেও দুটির সংযোগ অত্যন্ত জরুরি। এই যাত্রায় তরুণদের উন্নয়ন সমস্যার মূলে নিয়ে যাওয়া হয়েছে এবং মানুষের আবেগে তা অনুভব করতে শেখানো হয়েছে।

এসএনভির কান্ট্রি ডিরেক্টর রাজিব মুনানকামি বলেন, “প্রতিটি প্রতিযোগী এখানে বিজয়ী এবং তারা (প্রতিযোগী দলগুলো) এতো কম অর্থে যে মানের চলচ্চিত্র নির্মাণ করেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। আগামী দিনগুলোতে আমরা এমন তরুণ প্রতিভাকে আরও খুঁজে বের করতে পারবো, এ ব্যাপারে আমরা আশাবাদী।

‘ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ’ মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীটি উপভোগ করতে উপস্থিত ছিলেন প্রায় ৫শ’ দর্শক।

প্রায় ৫ মাস ব্যাপী এই আয়োজনের শেষ হয় একটি সেরা দল বাছাইয়ের মাধ্যমে। সেরা দল হিসেবে নির্বাচিত হয় গ্রিন বিশ্ববিদ্যালয়ের দল “ক্রিয়েটিভ আইস”। তাদের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘মাই গার্মেন্ট, মাই ফ্যামিলি’র জন্যে।

চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন আসিফ আবেদিন, শাহেদ আলী, আদনান কবির, যারিন যেবা খান এবং মুজিবর রহমান খান।

সুপরিচিত চলচ্চিত্র-নির্মাণ শিক্ষক মুজিবর রহমান খান সকল বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের চলচ্চিত্রের ভাষা শেখার আহ্বান জানান। আয়োজনটির শেষ হয় রকলিডার্স কর্তৃক সঙ্গীত পরিবেশনা ও মঞ্চনাট্য পরিবেশনের মধ্য দিয়ে।

সমাপনী বক্তব্যে এনলিভেন এর প্রতিষ্ঠাতা ও তরুণ চলচ্চিত্র নির্মাতা আদনান কবির বিশেষ ধন্যবাদ জানান নেদারল্যান্ডস উন্নয়ন সংস্থা (এসএনভি), উপস্থিত দর্শক এবং প্রতিযোগী সকল দলকে। এছাড়া পরবর্তী প্রদর্শনীতে অংশ নেয়ারও আমন্ত্রণ জানান তাদের।

এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে গ্রিন বিশ্ববিদ্যালয় (২২ জানুয়ারি, ২০১৬) এবং ইএমকে সেন্টারে (২৪-২৮ জানুয়ারি, ২০১৬)।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।