ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে নীরেন-আলীম প্যানেল জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
রুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে নীরেন-আলীম প্যানেল জয়ী নীরেন্দ্র নাথ মুস্তাফী ও প্রফেসর ড. আব্দুল আলীম

রাজশাহী: দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নীরেন-আলীম প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রুয়েটের হিট ইঞ্জিন ল্যাবে ভোটগ্রহণ হয়।

দুপুর ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল ইসলাম শেখ।

ফলাফলে দেখা যায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নীরেন-আলীম প্যানেল ১১টি পদের মধ্যে ১০টি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। প্রতিপক্ষ মফিজ-রাজ্জাক প্যানেলে কেউ বিজয়ী হননি। তবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল বিভাগের ড. ফারুক হোসেন জয়ী হন।

সভাপতি পদে যন্ত্রকৌশল অনুষদের ডিন নীরেন্দ্র নাথ মুস্তাফী ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রফেসর ড. সৈয়দ আব্দুল মফিজ পেয়েছেন ৬৯ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে পুরকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. আব্দুল আলীম ৭১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক এবং গ্লাস অ্যান্ড সিরামিক বিভাগের প্রফেসর ড. শামীমুর রহমান যথাক্রমে পেয়েছেন ৫৫ ও ২৭ ভোট।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে পুরকৌশল বিভাগের প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের ড. ফারুক হোসেন, কোষাধক্ষ্য পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের ড. রবিউল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ফিরোজ আলী।
 
এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. নজরুল ইসলাম মন্ডল, পুরকৌশল বিভাগের ড. রবিউর আউয়াল, যন্ত্রকৌশল বিভাগের ড. জগলুল সাদাত, গণিত বিভাগের আব্দুর রাজ্জাক এবং পদার্থ বিজ্ঞান বিভাগের তানভীর করিম।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।