বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন ছাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করেছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, রুপাতলী বাসস্ট্যান্ড থেকে তিন ছাত্রী বাসে করে ক্যাম্পাসে আসার জন্য গেলে তাদের সঙ্গে বাজে আচরণ করে নামিয়ে দেয় বাসের স্টাফরা। এ খবরে শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে।
রূপাতলী বাসস্ট্যান্ডের লাইন সম্পাদক মো. সেলিম মিয়া জানান, তিন ছাত্রী বাসে ওঠতে পারেনি বলে ছাত্ররা গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ও একটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এদিকে, এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত হন।
তারা মালিক সমিতি ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আনসার উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর