ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
রাবিতে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‍

শুক্রবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) যৌথ আয়োজনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ।

রাবিসাসের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমএসএফের রাবি সমন্বক সাজিদ মানিক।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খাইরুজ্জামান কামাল ও ঢাকার ভাসানটেক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মোহন।

কর্মশালায় রাবিতে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালা শেষে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।