ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
হাবিপ্রবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২ ফেব্রুয়ারি

দিনাজপুর: দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু ২ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ও বুধবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, হাবিপ্রবিতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন ।

সেখানে সভাপতিত্ব করবেন আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ) কমিটির আহ্বায়ক প্রফেসর মো. মিজানুর রহমান। প্রতিযোগিতায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।