ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদ ১৬,২০৭টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদ ১৬,২০৭টি

জাতীয় সংসদ ভবন থেকে: সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ১৬,২০৭টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।  
 
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।


 
মন্ত্রী জানান, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মোট শূন্য পদ ৭ হাজার ৯৫২টি এবং নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৮ হাজার ২৫৫টি পদ শূন্য রয়েছে।
 
মন্ত্রী আরও জানান, প্রধান শিক্ষকের পদটি ইতোমধ্যে ২য় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। বিধি মোতাবেক নিয়োগের জন্য পিএসসি’র নির্দিষ্ট ছকে শূন্য পদের তথ্য প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।

মহাসড়কের পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে সীমানা প্রাচীর হবে:
বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয়তার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা আছে। এ বিষয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।